শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। তার জেরে অনুপ্রবেশকারীরা যাতে কোনওভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, তার জন্য পেট্রাপোল সীমান্তের ১০টি গ্রাম সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল। শুক্রবার বিকেলে ওই গ্রামগুলোয় একসঙ্গে ৫০টি সিসিটিভি ক্যামেরা চালু করে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর নিদারুণ অত্যাচার শুরু হয়েছে। চলছে বেপরোয়া লুঠপাট। মৌলবাদীদের অত্যাচারে অনেকেই প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়ছেন।
বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যরাও সেই সুযোগে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার আশঙ্কা করছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। ইতিমধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বাংলাদেশের জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। অনুপ্রবেশ রুখতে বনগাঁর পেট্রাপোল সীমান্তেও বিএসএফ নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি পুলিশ-প্রশাসনও আর কোনও ঝুঁকি নিতে রাজি নয়। বনগাঁর পেট্রাপোল সীমান্ত ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পড়েছে। প্রতিদিন বহু মানুষ সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে যাতায়াত করেন। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মোট ১০টি গ্রাম রয়েছে। শুক্রবার বিকেলে সব গ্রামের গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়া হল।
সীমান্ত সড়ক ধরে মোট ৫০টি সিসিটিভি ক্যামেরা এদিন বসানো হয়েছে। ছয়ঘরিয়ার প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, 'পেট্রাপোল বন্দর আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। চোরাপথে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমানায় ঢুকে যে কোনও অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই, পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গোটা পঞ্চায়েত এলাকায় মোট ৫০টি সিসি টিভি ক্যামেরা চালু করা হল। ওই সিসিটিভি ক্যামেরায় পুলিশ-প্রশাসন নজরদারি চালাবে। পঞ্চায়েতের পক্ষ থেকেও তাতে চোখ রাখা যাবে।'
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও